ঈদের পর ১৯ দিনে কঠোর বিধিনিষেধ লঙ্ঘন করায় ৭ হাজার ৫৬৯ জনকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৮৪৩ জনকে জরিমানা করা হয় ৩১ লাখ ১১ হাজার ৯৩৫ টাকা লাখ টাকা।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সূত্রটি জানায়, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদুল আজহার পর গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে সারাদেশে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতেও কঠোর বিধিনিষেধ পরিপালনে র্যাব, বিজিবি, আনসার, সেনাবাহিনীর সঙ্গে মাঠ পর্যায়ে ভূমিকা পালন করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত, থানা, গোয়েন্দা এবং ট্রাফিক বিভাগ।