সৌদিতে ফের দুর্নীতিবিরোধী ব্যাপক অভিযান, গ্রেফতার ২০৭

সৌদিতে ফের দুর্নীতিবিরোধী ব্যাপক অভিযান, গ্রেফতার ২০৭
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের গঠিত দুর্নীতি দমন সংস্থা দেশটির প্রায় এক ডজন সরকারি মন্ত্রণালয়ের ২০০ জনের বেশি কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করেছে। দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সম্প্রতি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়ভাবে নাজাহা নামে পরিচিত দেশটির জাতীয় দুর্নীতি দমন কমিশন সোমবার গভীর রাতে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের গ্রেফতারের ঘোষণা দিয়েছে। তবে গ্রেফতারকৃতদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া কখন তাদের গ্রেফতার করা হয়েছে সেটিও পরিষ্কার নয়।

২০১৭ সালের শেষের দিকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশজুড়ে দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেন। এই অভিযান তার ক্ষমতার পথ দৃঢ় করতে সাহায্য করে এবং সরকার ১০৬ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ জব্দ করে।

সৌদি নাগরিকরা দীর্ঘদিন ধরে সরকারে ব্যাপক দুর্নীতি এবং ক্ষমতাসীনরা সরকারি তহবিল অপচয় অথবা অপব্যবহার করছে বলে অভিযোগ করে আসছেন। নাজাহা বলেছে, সম্প্রতি দুর্নীতিবিরোধী ধরপাকড় অভিযানের সময় ৪৬০ জনের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তদন্ত করা হয়েছে। তদন্তের পর দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের দায়ে ২০৭ জন সৌদি নাগরিক এবং বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে।

সৌদির দুর্নীতিবিরোধী এই কমিশন বলেছে, অভিযুক্তদের বিচারের জন্য আদালতের কাছে পাঠানো হবে। গ্রেফতারকৃতদের মধ্যে দেশটির জাতীয় নিরাপত্তারক্ষী বাহিনী, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, আইন ও বিচারসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন।

গত এপ্রিলে নাজাহা জানায়, দেশের বিভিন্ন সরকারি খাতে কর্মরত অন্তত ১৭৬ জন কর্মকর্তা-কর্মচারীকে দুর্নীতির দায়ে গ্রেফতার করা হয়েছে।

২০১৭ সালের শেষের দিকে যুবরাজ মোহাম্মদ বিন সালমান রাজপরিবারের তিন শতাধিক যুবরাজ, জনপ্রতিনিধি এবং ব্যবসায়ীকে লক্ষ্য করে এক অভিযান শুরু করে; যারা ক্ষমতাসীন আল-সৌদ রাজপরিবার পরিবার এবং এর বিস্তৃত পৃষ্ঠপোষক নেটওয়ার্ক ঘিরে অভিজাত কাঠামো গড়ে তুলেছে বলে অভিযোগ ওঠে।

ওই বছরে দেশটির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের গ্রেফতারের পর রিয়াদের অভিজাত রিৎজ-কার্লটন হোটেলে সপ্তাহের পর সপ্তাহ এমনকি কয়েকমাস ধরে আটকে রাখা হয়। পরবর্তীতে তাদের মধ্যে অনেককে কারাগারে এবং অন্যান্য আটক কেন্দ্রে পাঠানো হয়; যেখানে এই বন্দিদের শারীরিক নির্যাতন করা হয়েছে বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা অভিযোগ করে।

সূত্র: এপি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া