করোনাভাইরাস: চার মাস পর খুলনায় সর্বনিম্ন মৃত্যু

করোনাভাইরাস: চার মাস পর খুলনায় সর্বনিম্ন মৃত্যু
খুলনায় দীর্ঘ চার মাস পর মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বনিন্ম একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়েছে। তবে মৃত রোগী নড়াইল জেলার বাসিন্দা।

করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর গত ১ এপ্রিল খুলনায় মাত্র একজনের মৃত্যু হয়েছিলো। এরপর গত ৮ আগস্ট খুলনার দুটি হাসপাতালে দুই নারীর মৃত্যু হয়।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় অন্তরা (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি নড়াইলের লোহাগড়ার বাসিন্দা। বর্তমানে ডেডিকেটেড করোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৯ জন। এরমধ্যে রেড জোনে ৪৬ জন, ইয়ালো জোনে ৪০ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিইউতে ১৩ জন ভর্তি রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২২ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

এদিকে, শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে এবং বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোন করোনা রোগীর মৃত্যু হয়নি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়