সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এপোলো ইস্পাতের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪.৭০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১.৪০ টাকা বা ৯.৫২ শতাংশ কমেছে। এর মাধ্যমে এপোলো ইস্পাত ডিএসইর সাপ্তাহিক টপটের লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপারের ৯.৪৯ শতাংশ, এমবি ফার্মার ৮.৪৪ শতাংশ, মিথুন নিটিংয়ের ৮.৩৩ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৭.৬৪ শতাংশ, ফরচুন সুজের ৭.৪৭ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৬.৯৮ শতাংশ, জেমিনি সী ফুডের ৬.২৫ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৫.৯৯ শতাংশ এবং গোল্ডেন হার্ভেস্টের শেয়ার দর ৫.৮৮ শতাংশ কমেছে।