সোমবার সকালে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহুমুদ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং স্বজনদের সমবেদনা জানিয়েছেন।
দুদকের ওই পরিচালক করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছু দিন ধরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে সংবাদ মাধ্যমকে জানান প্রণব কুমার ভট্টাচার্য।