সেনা টহলসহ পুলিশের তৎপরতায় রাস্তা ও হাট বাজারে লোকসমাগম ও ছোটখাটো গণপরিবহন অনেকটা কমেছে। এর পাশাপাশি প্রশাসন কর্তৃক বাজার মনিটরিংও করা হয়েছে।
এ কর্মযজ্ঞে মাঠে ছিলো সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
সরজমিনে দেখা গেছে, দিনব্যাপী এই তৎপরতায় পুলিশের থানা, ডিবি এবং ট্রাফিক বিভাগ সকাল থেকেই সাঁড়াশি অভিযান চালিয়েছে। সাথে ছিলেন ম্যাজিস্ট্রেট এবং একটি সেনাবাহিনীর টিম। যার মধ্যে তিনজন ম্যাজিস্ট্রেটের সাথে ছিলো চাঁদপুর সদর মডেল থানার তিনটি টিম। এই টিমগুলো ইউনিয়ন পর্যায়ে গিয়ে কঠোরভাবে আইন প্রয়োগ করেছে।
সেনা টহল ও মোবাইল কোর্টের অভিযানের সময় হ্যান্ড মাইকে করোনা ভাইরাস বিষয়ে জনগণকে সর্তক করা হয়।
এ সময় প্রশাসন থেকে বলা হয়, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। বাইরে বের হলে মানুষের ভিড় এড়িয়ে চলুন। যারা করোনা ভাইরাস আক্রান্ত হয়ে বিদেশ থেকে ফিরেছেন, তারা ১৪দিন সম্পূর্ণ আলাদা থাকুন। ঘন ঘন সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে। হাঁচি-কাশি দিতে হলে রুমাল বা টিস্যু পেপার দিয়ে নাক-মুখ ঢেকে নিন। যেখানে-সেখানে কফ-থুথু ফেলবেন না।
করমর্দন বা কোলাকুলি থেকে বিরত থাকুন। মুসলমান ভাইয়েরা ঘরেই নামাজ আদায় করুন। অন্যান্য ধর্মাবলম্বীরাও ঘরে বসে প্রার্থনা করুন। পরিবার, পাড়া-প্রতিবেশী এবং দেশের মানুষের জীবন রক্ষার্থে এসব পরামর্শ মেনে চলা প্রয়োজন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।