প্রতিদিনই উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুস্থ ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন। অনেক ক্ষেত্রে দুস্থদের বাড়ি বাড়ি গিয়েও পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সহায়তা।
এছাড়া সেনাবাহিনীর সদস্যরা সাভারের বিভিন্ন পয়েন্টে জনসমাবেশ এড়িয়ে জনগণকে নিজ নিজ বাসায় অবস্থানের জন্য উদ্বুদ্ধ করছেন।
টইলসহ সেনাবাহিনীর সব কার্যক্রম পর্যবেক্ষণ ও হোম কোয়ারেন্টাইনে থাকা কয়েকজনের বাসা পরিদর্শন করেছেন সাভার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন। এ সময় মেজর জাহিদসহ সেনাবাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বক্ষণিক ডাক্তার, নার্স, আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করে রাখা হয়েছে।
ডাক্তারদের ব্যক্তিগত সুরক্ষার জন্য পিপিইসহ সার্বিক প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ সায়েমুল হুদা।