এজিএমের জন্য রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে যাবতীয় বন্দবস্ত করেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশের সবচেয়ে ধনাঢ্য ক্রীড়া ফেডারেশনে এজিএম শুরু হবে দুপুর ১২টায়।
এক সময় বোর্ডের কার্যক্রমে কাউন্সিলরদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বর্তমান পরিচালনা পরিষদের মেয়াদে ক্রমেই কমেছে কাউন্সিলরদের অংশগ্রহণ। তবে এবারের এজিএমে সবার সরব উপস্থিতি থাকবে। যেখানে সর্বমোট ১৭০ জন কাউন্সিলরের মধ্যে বিভিন্ন জেলা ও বিভাগের ৭০ জন কাউন্সিলর ইতোমধ্যে সেই হোটেলে ঘাটি গেড়েছেন। তাদের আবাসন সুবিধার সঙ্গে মূল্যবান গিফট এবং এজিএমএ হাজিরার জন্য নগদ অর্থ বরাদ্দ রয়েছে।
চার বছরে জমে যাওয়া ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থ বছরের অডিট রিপোর্ট আজকের এজিএম-এ অনুমোদিত হয়ে যাচ্ছে। হিসাব বলছে, এই তিন অর্থ বছরে বিসিবি খরচ করেছে ৬৯২ কোটি, ৮৯ লাখ, ১৮ হাজার ৪৮০ টাকা। যেখানে ২০২০-২১ অর্থ বছরে খরচ হয়ে যাওয়া ২০৩ কোটি ৬৮ লাখ ১১ হাজার ৭২৬ টাকা এই সুযোগে অনুমোদন করিয়ে নিতে পারলে সেটি হবে ৮৯৬ কোটি ৫৭ লাখ ৩০ হাজার ২০৬ টাকা।