এই ত্রাণ সামগ্রির মধ্যে রয়েছে চাউল, ডাল, তেল, আলু, পেয়াঁজ।সম্প্রতি ত্রাণ সামগ্রিগুলো প্যাকেটে করে অসহায় মানুষদের ঘরে পৌঁছে দেওয়া হয়।
রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট ৩২৮২ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এটি ক্লাবের ১ম ধাপে সহযোগিতা। ২য় ধাপে সহযোগিতা জন্য কাজ চলছে। কিছুদিনের ভিতরে ২য় ধাপে সহযোগিতা করা হবে।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারেক্ট ক্লাবে প্রেসিডেন্ট এনামুল ইসলাম সাব্বির, সেক্রেটারী রাতিবুল ইসলাম তুষার, রোটারেক্ট সেক্রেটারী রেজাউল ইসলাম রকি, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেনন সুমন, জয়েন্ট সেক্রেটারী হিমেল, ট্রেজারার কাজী আজিজুল হাকিম নাহিন, সদস্য কাজী আফজালসহ অনান্য সদস্যরা।