শুক্রবার (২৭ আগস্ট) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২ ফ্লাইটটি মাস্কাট থেকে ঢাকায় আসার পথে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে ফ্লাইটটি ঘুরে নাগপুরে অবতরণ করে।
তবে ফ্লাইটে কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি, তবে সবাই অক্ষত ও নিরাপদ আছেন।
বিমান সূত্র গণমাধ্যমে জানায়, বৃহস্পতিবার বিমানের ফ্লাইটটি ওমান যায়। সেখান থেকে স্থানীয় সময় মধ্যরাত ২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসার কথা থাকলেও ফ্লাইটটি ভোর সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।
তবে ভারতের স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে ১১টায় ফ্লাইটটি ঢাকার দিকে না এসে নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বর্তমানে বিমানের যাত্রীরা নাগপুর বিমানবন্দরে অপেক্ষা করছেন। জানা গেছে, বিমানটি পুশ ব্যাক করার সময় ইঞ্জিনে কিছু ত্রুটি ধরা পড়ে।
বিমান সূত্র জানায়, প্রয়োজনীয় কাজ সেরে আবার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার প্রাথমিকভাবে প্রস্তুতি চলছে। কিংবা নতুন বিমান যাবে কীনা, তা কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি।