পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, শহরের পূর্ব দিকে কারখানাটির অবস্থান। আজ শুক্রবার অগ্নিকাণ্ডের সময় কারখানার বেশির ভাগ জানালা বন্ধ ছিল। কারখানার দ্বিতীয় তলায় আটকা পড়ে বেশির ভাগ শ্রমিকের মৃত্যু হয়। তিনতলা ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত।
করাচির পূর্বাঞ্চলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সাকিব ইসমাইল মেমন রয়টার্সকে বলেন, আগুনে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। বেসরকারি টেলিভশন চ্যানেলের ফুটেজে কারখানার ওপর তলাগুলো থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। কারাখানাটিতে প্রবেশ ও বের হওয়ার একটিই পথ।
ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা মুবিন আহমেদ বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও টিভিকে জানান, কারখানার ছাদের দরজাও বন্ধ থাকায় উদ্ধারকাজ চালাতে বেশ বেগ পেতে হয়।
২০১২ সালের সেপ্টেম্বরে দেশটির একটি পোশাক কারখানায় আগুন লেগে ২৬০ জনের বেশি মানুষ দগ্ধ হয়েছিলেন।