২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরুর পর দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৯ টেস্ট, ১৪৩ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি খেলেছেন ডু প্লেসি। তিন ফরম্যাটেই দক্ষিণ আফ্রিকার নেতৃত্বও দিয়েছেন তিনি।
এবার বাংলা টাইগার্সের অধিনায়কত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় ডু প্লেসি বলেছেন, ‘নতুন ফরম্যাটের সঙ্গে যুক্ত হওয়া আমার জন্য রোমাঞ্চকর বিষয়। বাংলা টাইগার্স দলকে প্রতিনিধিত্ব করা এবং বিশ্বের বড় বড় তারকাদের সঙ্গে খেলতে মুখিয়ে রয়েছি। আশা করি, সামনের সময়টা দুর্দান্ত হবে।’
বাংলা টাইগার্সের মালিক ইয়াসিন চৌধুরী বলেছেন, ‘ফাফ ডু প্লেসির মতো বিশ্ব সেরা খেলোয়াড় দলে পাওয়া সত্যিই অনেক বড় বিষয়। সে একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার হয়ে ফরম্যাটভেদে দুর্দান্ত খেলেছে। তাকে দলে পাওয়া আমাদের জন্য সম্মানের। আমি ফাফকে বাংলা টাইগার্সে স্বাগত জানাই।’
আসন্ন দিনগুলোতে আরও বেশ কিছু ঘোষণা দেবে বাংলা টাইগার্স। যার শুরুটা বলা চলে ফাফ ডু প্লেসির অধিনায়কত্ব পাওয়া। এরপর একে একে স্কোয়াডের বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফের নাম প্রকাশ করবে দলটি।