রোববার (২৯ আগস্ট) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র মতে, কোম্পানিটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে শুধুমাত্র কর্পোরেট প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে এই বন্ড বিক্রির অনুমতি পায়। বন্ডের প্রকৃতি হস্তান্তরযোগ্য, রেডিমাবল এবং অ-রূপান্তরযোগ্য।
বিএসইসির কর্মকর্তারা জানায়, কোম্পানিকে ট্রাস্ট ডিড রেজিস্ট্রেশন, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর সকল পরিচালকদের ছাড়পত্র এবং তার নিয়ন্ত্রকের কাছ থেকে অনাপত্তি সনদ জমা দিতে বলা হয়েছে। এছাড়া নগদ ৭৫০ কোটি টাকা পর্যন্ত মূল্যের জিরো কুপন বন্ডের জন্য আবেদন করেছিল। এই কুপন বন্ডের মেয়াদ পাঁচ বছর এবং কুপনের হার ১০ শতাংশ পর্যন্ত।
বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থ ‘নগদ’ তাদের ভবিষ্যতের প্রয়োজনীয় ডিজিটাল অবকাঠামো নির্মাণ, নেটওয়ার্ক তৈরি, কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলা, আইটি সরঞ্জাম সংগ্রহ, বিপণন ও প্রচারের কাজে খরচ করবে কোম্পানিটি।
এবিষয়ে নগদের হেড অব পাবলিক কমিউনিকেশন মুহাম্মদ জাহিদুল ইসলাম সজল অর্থসংবাদকে বলেন, “বিশ্বের সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মর্যাদা পাওয়া ‘নগদ’ এর গ্রাহক সংখ্যা ইতোমধ্যে ৫ কোটি ৪০ লাখ পেরিয়ে গেছে। দিনে দিনে আরো অধিক সংখ্যক গ্রাহক ‘নগদ’-এর সেবার প্রতি আকৃষ্ট হচ্ছেন। এতো বড় সংখ্যক গ্রাহকের জন্যে ভবিষ্যতের প্রয়োজনীয় ডিজিটাল অবকাঠামো নির্মাণ, নেটওয়ার্ক তৈরী, কার্যকরী প্ল্যাটফর্ম গড়ে তোলা, আইটি সরঞ্জাম সংগ্রহ, বিপণন ও একই সঙ্গে প্রচারের কাজে বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থ খরচ করা হবে। এর মাধ্যমে দেশের সবচেয়ে দূর্গম এলাকাতেও ‘নগদ’এর মাধ্যমে নাগরিকদের যাপিত জীবনকে সহজ করা হবে।”
এছাড়াও জানা যায়, যুক্তরাষ্ট্র ভিত্তিক কিউ গ্লোবাল লিমিটেড নামের একটি ডিজিটাল কোম্পানি এই বন্ডে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়।
বন্ডটির ব্যবস্থাপক হিসেবে কাজ করবে রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড।