‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন’ কার্যকর হচ্ছে ১ সেপ্টেম্বর থেকে

‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন’ কার্যকর হচ্ছে ১ সেপ্টেম্বর থেকে
‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ কার্যকর করতে যাচ্ছে সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে আইনটি কার্যকর করা হবে।

রোববার (২৯ আগস্ট) আইনটি কার্যকরের তারিখ ঘোষণা করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ এর ধারা ১ এর উপধারা (২) এ দেওয়া ক্ষমতাবলে সরকার আগামী ১ সেপ্টেম্বরকে এই আইন কার্যকর হওয়ার তারিখ হিসেবে নির্ধারণ করলো।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ চূড়ান্ত অনুমোদন পায়। পরে ১৬ জুন জাতীয় সংসদে আইনটি বিল আকারে পাস হয়। এরপর ২৪ জুন গেজেট প্রকাশিত হয়।

শিশু দিবাযত্ন কেন্দ্র আইন অনুযায়ী, শিশু দিবাযত্ন কেন্দ্র থেকে কোনো শিশু হারিয়ে গেলে ১০ বছরের জেল বা পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। কোনো ব্যক্তির কর্তব্য অবহেলার কারণে কেন্দ্রে অবস্থানকালে কোনো শিশুর স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হলে বা স্বাস্থ্যহানি ঘটলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ২ লাখ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন।

কোনো ব্যক্তি কেন্দ্রে শিশুর সঙ্গে নিষ্ঠুর আচরণ করলে কমপক্ষে ২ মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া নিবন্ধন নেওয়া ছাড়া কোনো শিশু দিবাযত্ন কেন্দ্র পরিচালনা করা যাবে না। নিবন্ধন ছাড়া কেন্দ্র পরিচালনা করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা ৫ থেকে ১০ লাখ টাকা জরিমানা বা উভয়দণ্ডে দণ্ডিত হতে হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু