চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৫৩

চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৫৩
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৫৩ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন।

রোববার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে, শনিবার করোনায় ১ জন মারা গিয়েছিলেন, শনাক্ত হয়েছিলেন ৮২ জন।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ৮টি ও কক্সবাজারে একটি ল্যাবে ১ হাজার ১১৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৩০ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৭৪ শতাংশ।

উপজেলাগুলোর মধ্যে সাতকানিয়া ৪, বাঁশখালী ২, চন্দনাইশে ৫, পটিয়া ১, বোয়ালখালীতে ৩, রাউজানে ১, হাটহাজারী ১, সীতাকুণ্ড ৪, মিরসরাই ১ ও সন্দ্বীপ ১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া লোহাগড়া, আনোয়ারা, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি উপজেলায় কেউ আক্রান্ত হননি।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮০১ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৭৩ হাজার ৮৫ জন। বাকি ২৭ হাজার ৭১৬ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৩ জন বিভিন্ন উপজেলার। ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২৬৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০২ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৬৬ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু