ডিএসই’র এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ ঘোষণা

ডিএসই’র এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ ঘোষণা
ক্ষুদ্র ও মাঝারি আকারের কোম্পানিগুলোকে ব্যবসার প্রয়োজনে পুঁজিবাজার থেকে মূলধন জোগানের সুযোগ করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এসব কোম্পানিগুলো এসএমই প্লাটফর্মে লেনদেন করার সুযোগ পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগামী ৩০ সেপ্টেম্বর ৬ টি কোম্পানির লেনদেন শুরু হবে প্লাটফর্মটিতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, লেনদেন শুরু হতে যাওয়া কোম্পানিগুলো হলো প্রাথমিক গণপ্রস্তাবের আবেদন শেষ হওয়া মাস্টার ফিড ও আবেদন চলমান কোম্পানি মোস্তফা মেটাল লিমিটেড। ওটিসি থেকে ফেরত চারটি কোম্পানি হলো অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিসিং মিলস,ওয়ান্ডারল্যান্ড টয়েস,হিমাদ্রি লিমিটেড ও বেঙ্গল বিস্কুট লিমিটেড।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এসএমই প্লাটফর্মের লেনদেন উদ্বোধন করবেন ৩০ সেপ্টেম্বর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান,এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিএসইর পরিচালক অধ্যাপক ড. মাসুদুর রহমান।

ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া ও মুল প্রবন্ধ উপস্থাপন করবেন ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা সাইফুর রহমান মজুমদার।

প্লাটফর্ম উদ্বোধনের আড়াই বছর পর লেনদেন শুরু করতে যাচ্ছে ডিএসই। তবে ইতোমধ্যে দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত ১০ জুন নিয়ালকো অ্যালয় দিয়ে এসএমই প্লাটফর্মের কার্যক্রম শুরু হয়। প্রথম লেনদেনের মাধ্যমে সিএসইর এসএমই প্লাটফর্ম ইতিহাস গড়ে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত