করোনায় রোটারি ইন্টারন্যাশনালের ১ মিলিয়ন ডলার অনুদান

করোনায় রোটারি ইন্টারন্যাশনালের ১ মিলিয়ন ডলার অনুদান
করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রমে রোটারি ইন্টারন্যাশনালের ১ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছে। এর মধ্যে বাংলাদেশ পেল ৫০ হাজার মার্কিন ডলার।

বিশ্বের সর্ববৃহৎ সামাজিক সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল কর্তৃক ঘোষণা দেয়া হয়েছে করোনাভাইরাস মোকাবিলার মানবতার পাশে দাঁড়ানোর জন্য ১ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে, যা বাংলাদেশের টাকা হিসাব করে প্রায় ১০ কোটি টাকা।

বাংলাদেশ রোটারি ইন্টারন্যাশনালের দুইটি ডিস্ট্রিক্টে বিভক্ত, এগুলো হচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ এবং ৩২৮২। রোটারি কার্যক্রমের অংশ হিসেবে এই ডিস্ট্রিক্ট দুইটির প্রতিটি ২৫ হাজার ডলার করে সর্বমোট ৫০ হাজার ডলার পাবে। অর্থাৎ বাংলাদেশ পাচ্ছে ৫০ হাজার ডলার।

রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ এর গভর্নর রোটারিয়ান খায়রুল আলম এবং ৩২৮২ ডিস্ট্রিক্ট গভর্নর প্রিন্সিপাল আতাউর রহমান পীর সাহেবের সাথে যোগাযোগ করে জানা যায় বাংলাদেশের ডিস্ট্রিক্টে বিভিন্ন রোটারি ক্লাব নিজ উদ্যোগে এরই মধ্যে বিভিন্ন জায়গায় আর্ত মানবতার পাশে দাঁড়িয়েছে ত্রাণ সামগ্রী, স্বাস্থ্য চিকিৎসা সামগ্রী নিয়ে।

রোটারি ইন্টারন্যাশনাল এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবং বাংলাদেশের দরিদ্র অভাবী মানুষের পাশে দাঁড়ানোর জন্য রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট মার্ক মেলনী এবং ট্রাস্টি চেয়ারম্যান গ্যারিকে তার ধন্যবাদ জানান। তারা বলেন রোটারির এই অনুদান বাংলাদেশে রোটারি কার্যক্রমকে আরো বেগবান করবে।

ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গভর্নর বলেন, এই অনুদানের মাধ্যমে তিনি আড়াই হাজার শ্রমজীবী মানুষকে ১০ দিনের খাবার দেওয়ার পরিকল্পনা নিয়েছেন, তিনি সকল রোটারিয়ানকে উদারভাবে মানুষের কল্যাণে এগিয়ে আসতে অনুরোধ জানান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়