লকডাউন শিথিলের বিষয়ে হু'র হুঁশিয়ারি

লকডাউন শিথিলের বিষয়ে হু'র হুঁশিয়ারি
ইউরোপের কিছু দেশে করোনার ভয়াবহতা কমে আসার প্রেক্ষিতে লকডাউন শিথিলের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।

ডব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস আদানম গ্রেব্রেয়েসুস বলেছেন, বিধিনিষেধ প্রত্যাহার করলে এই ভাইরাসের ‘ভয়ঙ্কর পুনরুত্থান’ হতে পারে।

সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইতালি, জার্মানি, স্পেন ও ফ্রান্সের মতো ইউরোপের কিছু দেশে এই মহামারীর ‘ইতিবাচক ধীরগতি’ দেখা যাচ্ছে। কিন্তু আফ্রিকার ১৬টি দেশে কমিউনিটি ট্রান্সমিশনসহ বিশ্বের অন্যত্র ‘আশঙ্কাজনক বৃদ্ধি’ রয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে করোনায় মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাওয়ার কিছুক্ষণ আগে ডব্লিউএইচও মহাপরিচালক এসব কথা বলেন।

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৬ হাজার ১৩৯ জনে। মারা গেছেন ১ লাখ ২ হাজার ৬৬৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭৬ হাজার ২০০ জন।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৯৯ জন। মারা গেছেন ১৮ হাজার ৭১৯ জন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও ২ হাজার ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিউইয়র্ক সিটিতেই মারা গেছেন ৬৫১ জন। একই সময়ে শহরটিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৮৪ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়