সূত্র মতে, সম্প্রতি ছয়টি কোম্পানি নিয়ে ডিএসইর এসএমই প্লাটফর্মের লেনদেন চালু করা হয়েছে। ডিএসইর সদ্য চালু হওয়া এসএমই প্লাটফর্মের ৬টি কোম্পানির মধ্যে নতুন দুটো ও ওটিসি থেকে ফেরত চারটি কোম্পানি রয়েছে।
নতুন কোম্পানি দুটো হলো- প্রাথমিক গণপ্রস্তাবের আবেদন শেষে বিওতে শেয়ার প্রেরণ করা মাস্টার ফিড লিমিটেড ও অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া ওটিসি থেকে ফেরত চারটি কোম্পানি হলো- অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিসিং মিলস, ওয়ান্ডারল্যান্ড টয়েস, হিমাদ্রি লিমিটেড ও বেঙ্গল বিস্কুট লিমিটেড।
এর আগে ২০১৯ সালের ৩০ এপ্রিল ডিএসইর এসএমই প্লাটফর্ম উদ্বোধন করা হয়েছিলো। এর প্রায় আড়াই বছর পরে প্লাটফর্মটির লেনদেন শুরু হয়েছে। যা স্টক এক্সচেঞ্জটির জন্য একটি নতুন মাত্রা যুক্ত করেছে। আর ঢাকার শেয়ারবাজারের এই ঐতিহ্যের প্রচারে এবার মার্কিন শেয়ারবাজার নাসডাক অংশ নিলো।