ব্যাংকটি ১ হাজার কোটি টাকার পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর ঘোষণা দিয়েছিল। এর আগে গত ২৩ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটির বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছিল।
ব্যাংকটি এডিশোনাল টিয়ার-১ মূলধন সহয়তায় ব্যাসেল-৩ এর অধীনে বন্ড ইস্যু করতে চেয়েছিল। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৯০০ কোটি টাকার বন্ড ইস্যু করার কথা ছিল। আর বাকী ১০০ কোটি টাকার বন্ড পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করার কথা ছিল।
ব্যাংকটি আরও জানায়, বিএসইসির কাছে আইএফআইসি ব্যাংক থার্ড নন-কনভার্টেবল কুপন বেয়ারিং সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। এটি ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড।