বৃহস্পতিবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত বছরও ফাস ফাইন্যান্সের শেয়ার প্রতি ১৪ টাকা ৬১ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৪০ পয়সা।
আগামী ৩০ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।
ডিএসইর দেয়া তথ্য মতে, সর্বশেষ ২০১৮ সালে বিনিয়োগকারীদের পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল ফাস ফাইন্যান্স। ২০০৮ সালে ডিএসইতে তালিকাভুক্ত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোম্পানিটি নগদ লভ্যাংশ দিতে পারে নি।