ডিএসইর দেয়া তথ্যমতে, আজ লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে তিন শতাধিক কোম্পানির শেয়ার দর বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে লেনদেন।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১২০ পয়েন্ট বেড়েছে। যার ফলে পুণরায় সূচকটি সাত হাজার পয়েন্ট ছাড়িয়েছে। বর্তমানে এটি অবস্থান করছে ৭ হাজার ৫ পয়েন্টে। আগের দিন সূচকের ১২০ পয়েন্ট পতনের কারণে ‘ডিএসই এক্স’ সাত হাজার থেকে কমে ৬ হাজার ৮৮৫তে নেমেছিল। তবে মাত্র একদিনেই প্রধান সূচক আবারও আগের অবস্থানে ফিরেছে।
আজ ডিএসইর অপর দুই সূচকও আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে। শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ এবং ‘ডিএসই ৩০’ যথাক্রমে ১৬ ও ১৭ পয়েন্ট বেড়েছে।
দেশের প্রধান শেয়ারবাজারে আজ সব সূচকের উত্থান হলেও টাকার অংকে কমেছে লেনদেন। মঙ্গলবার ডিএসইতে টাকার অংকে ১ হাজার ৩৮৬ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়েছে। সোমবার লেনদেন হয়েছিল ১ হাজার ৪৭০ কোটি ৪৩ লাখ টাকার।
আজ ডিএসইতে ৩৭৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৪০টি কোম্পানির শেয়ারদরই বৃদ্ধি পেয়েছে। দর কমেছে মাত্র ২২টি কোম্পানির শেয়ারের। বাকি ১৪টি কোম্পানির শেয়ারদর এদিন অপরিবর্তিত ছিল।
দরবৃদ্ধি পাওয়া ৩৪০টি কোম্পানির মধ্যে ৪৭টি কোম্পানির শেয়ারের দাম যতটুকু বাড়া সম্ভব ততটুকু বেড়েছে। আজ লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে কেডিএস এক্সেসরিজের শেয়ারদর। গতকাল কোম্পানিটির ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণার খবরে আজ এর শেয়ারদর বেড়েছে ৬ টাকা ৬০ পয়সা বা ১০ দশমিক ১৯ শতাংশ।
এছাড়াও অ্যাক্টিভ ফাইন, ডমিনেজ স্টিল, নূরাণী ডাইয়িং, অলিম্পিক এক্সেসরিজ, ইয়াকিন পলিমারের শেয়ারদরও এদিন ১০ শতাংশ করে বেড়েছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৩০৭ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৪৭৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার।