অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।
সম্প্রতি অনুষ্ঠিত সৌদি গ্রিন ইনিশিয়েটিভ কনফারেন্সে এমন ঘোষণা দেয় সৌদি আরব। আগামী নয় বছরের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ৮০ লাখ জনসংখ্যার শহরটিতে কার্বন নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা পূরণে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এমনটা জানান রয়েল কমিশন ফর রিয়াদ সিটির প্রেসিডেন্ট ফাহাদ আলা রশিদ। এক সাক্ষাত্কারে তিনি বলেন, আমরা এটা নিশ্চিত করতে চাই যে, আমরা আমাদের কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনতে পরেছি। আর এ লক্ষ্যমাত্রা পূরণে এটিই সর্বোত্তম উপায়। একই দিনে ২০৬০ সালের মধ্যে দেশব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিঃসরণের মাত্রা কমিয়ে আনার প্রতিশ্রুতি দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
তবে এটা এখনো অনিশ্চিত যে, পুরো দেশই রিয়াদকে অনুসরণ করবে অথবা শুধু এ শহরে বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্যবহার বাধ্যতামূলক করা হবে। এরই মধ্যে বেশ কয়েক বছর ধরে ইভি খাতে বিনিয়োগ করে আসছে সৌদি আরব। মার্কিন ইভি নির্মাতা প্রতিষ্ঠান লুসিড মোটরসে সৌদির বিনিয়োগ রয়েছে।