সূত্র মতে, জয়ী ১৫ পরিচালকদের মধ্য থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ডিবিএর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সংগঠনের সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত করা হবে।
ঘোষিত ফলাফল অনুযায়ী ডিবিএর জয়ী পরিচালকরা হলেন— পূবালী ব্যাংক সিকিউরিটিজের মোহাম্মদ আহসান উল্লাহ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজের সুমন দাস, এনএলআই সিকিউরিটিজের মোহাম্মদ সাহেদ ইমরান, ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের জায়েদ রহমান, এক্সপো ট্রেডার্স লিমিটেডের ড. ওসমান গণী চৌধুরী, আদিল সিকিউরিটিজ লিমিটেডের দস্তগির মো. আদিল, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের মো. সাইফুদ্দিন, এমিনেন্ট সিকিউরিটিজের উমর হায়দার খান, রিমনস ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের মো. মফিজউদ্দিন, মো. শহিদুল্লাহ সিকিউরিটিজ লিমিটেডের শরীফ আনওয়ার হোসাইন, শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের মো. সাজেদুল ইসলাম, আলি সিকিউরিটিজ কোং লিমিটেডের মামুন আকবর, গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের রিচার্ড রোজারিও, কে-সিকিউরিটিজ অ্যান্ড কনসাল্টেন্ট লিমিটেডের দিল আফরোজা কামাল এবং আরিজ সিকিউরিটিজ লিমিটেডের মাসুদুল হক।