তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ভোট পড়েছে ৭৪ শতাংশ

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ভোট পড়েছে ৭৪ শতাংশ
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১ হাজার ৮টি ইউপিতে ভোট হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে স্থগিত হয় সাতটি ইউপির নির্বাচন। ফলে ২৮ নভেম্বরের ওই নির্বাচন সম্পন্ন হয় ৯৯২টি ইউপিতে। নির্বাচনে ভোট পড়েছে ৭৪ দশমিক ২১ শতাংশ। এ ধাপের ভোটে জয়ে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।

ইসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

তৃতীয় ধাপে আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পেয়েছেন ৫২৫টিতে, অপরদিকে স্বতন্ত্র প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পেয়েছেন ৪৪৬টিতে। গড় হিসাব করলে দেখা যায় এই ধাপে নৌকা প্রতীকে ৫২.৯২ শতাংশ এবং স্বতন্ত্র প্রার্থীরা ৪৪.৯৬ শতাংশ ইউপিতে জয় পেয়েছেন।

ইসির জনসংযোগ শাখা থেকে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগ চেয়ারম্যান পদে জয় পেয়েছে ৫২৫টি ইউপিতে (বিনা ভোটে ৯৯ জন), স্বতন্ত্র ৪৪৬টিতে (বিনা ভোটে একজন) ও জাতীয় পার্টি ১৭টিতে জয় পেয়েছে। এছাড়া একটি ইউপিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওয়ার্কার্স পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

এ ধাপে এক কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ২৬৬ জন ভোটার থাকলেও ভোট দিয়েছেন এক কোটি ৩০ লাখ ২৮ হাজার ৩১৮ জন। অর্থাৎ তৃতীয় ধাপে ভোট পড়েছে ৭৪ দশমিক ২১ শতাংশ।

এর আগে গত ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে ৮৩৪টি ইউপির মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা চেয়ারম্যান পদে জয় পেয়েছেন ৪৮৬টিতে। আর ৩৩০টিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন।

তৃতীয় ধাপের নির্বাচনে সহিংসতায় ঠাকুরগাঁওয়ে ৩ জনসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ১০ জনের প্রাণহানির খবর জানা গেছে। এর মধ্যে একজন বিজিবি সদস্যও রয়েছেন। যদিও ভোটগ্রহণের পর নির্বাচনকে সহিংসতাহীন নির্বাচনের মডেল হিসেবে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪০টি ইউপিতে এবং ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে ভোটগ্রহণ করবে ইসি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়