দেশবন্ধু পলিমারের লভ্যাংশ অনুমোদন

দেশবন্ধু পলিমারের লভ্যাংশ অনুমোদন
শেয়ারবাজারের তালিকাভুক্ত দেশবন্ধু পলিমার লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। বুধবার (১৫ ডিসেম্বর) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ১৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় উল্লেখ্যযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডারগণ ও কোম্পানির কর্মকর্তারা অন-লাইনে উপস্থিত ছিলেন।

দেশবন্ধু পলিমার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান শিল্পপতি গোলাম মোস্তফা, স্বতন্ত্র পরিচালক মফিজ উদ্দিন চৌধুরী, কোম্পানির মনোনিত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সারওয়ার জাহান তালুকদার (অব.), পরিচালক ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন প্রমুখ।

সভা পরিচালনা করেন কোম্পানি সচিব লিয়াকত আলি খান।

সভায় জানানো হয় ২০২০-২১ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানির কর পরবর্তী মুনাফার পরিমাণ এক কোটি ১৯ লাখ টাকা। গতবছর যা ছিলো ৬২ লাখ ২২ হাজার টাকা, এ বছর শেয়ার প্রতি আয় ২০ পয়সা, যা গত বছর ছিল ১০ পয়সা।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেন।

সভায় ২০২০-২১ অর্থবছরের হিসাব, পরিচালক মন্ডলী ও নিরীক্ষকদের প্রতিবেদন গ্রহন ও অনুমোদন করা হয়। একই সঙ্গে শেয়ার হোল্ডারদের সর্বসম্মতিক্রমে সব এজেন্ডা অনুমোদন করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত