সোমবার (২০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকেরই পতন হয়েছে। প্রধান সূচক এদিন আগের কার্যদিবসের তুলনায় ৪৬ পয়েন্ট কমেছে। যার ফলে ‘ডিএসই এক্স’ বর্তমানে ৬ হাজার ৭৩৬ পয়েন্টে অবস্থান করছে।
শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই এস’ আজ ১০ পয়েন্ট কমেছে। আর বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই ৩০’ কমেছে ১৯ পয়েন্ট।
সূচকের পতনে বড় ভূমিকায় ছিল গ্রামীনফোন। কোম্পানিটির শেয়ারদর পতনের কারণে ডিএসইর সূচক কমেছে ৭ পয়েন্ট। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবং রবির কারণে সূচক হারিয়েছে আরও ৮ দশমিক ২১ পয়েন্ট।
এছাড়াও ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো ফার্মা, ইউনিলিভার কনজ্যুমার, লাফার্জ হোলসিম, বাংলাদেশ স্টিল রি-রোলিং, বার্জার পেইন্ট এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশর (আইসিবি) কারণে সূচক আরও ১০ দশমিক ৪০ পয়েন্ট কমেছে।
এই দশ কোম্পানির শেয়ারদর পতনের কারণে সূচক কমেছে ২৫ দশমিক ৭৩ পয়েন্ট।
সব সূচকের পতন হলেও ডিএসইতে সোমবার টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। আজ দেশের প্রধান শেয়ারবাজারে ৮০৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে (রোববার) লেনদেন হয়েছিল ৭৮৬ কোটি ২১ লাখা টাকা।
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইতে ৩৭৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪১ কোম্পানির শেয়ারদরই আজ কমেছে। বেড়েছে ১০০টির। বাকি ৩৩টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত রয়েছে।
বেশিরভাগ কোম্পানির দরপতনের দিনও এশিয়ান ইন্স্যুরেন্সের শেয়ারদর একদিনে যতটুকু বৃদ্ধি পাওয়া সম্ভব ততটুকুই বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ২৭ শতাংশ বেড়েছে। যার ফলে সোমবার ডিএসইর দরবৃদ্ধি তালিকার শীর্ষে উঠে এসেছে এশিয়ান ইন্স্যুরেন্স।
দরবৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল টি কোম্পানির শেয়ারদর আজ ৭ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ০৫ শতাংশ।
এছাড়াও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি, লিবরা ইনফিউশন, সোনালী আঁশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং অগ্রণী ইন্স্যুরেন্স আজ ডিএসইর টপটেন গেইনার তালিকায় জায়গা করে নিয়েছে।
দুই শতাধিক কোম্পানির দরপতনের দিন সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে খান ব্রাদার্সের। কোম্পানিটির শেয়ারদর আজ ৬ দশমিক ৫২ শতাংশ কমেছে।
খুলনা পাওয়ারের শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ৬ দশমিক ১৩ শতাংশ।
এ দুই কোম্পানির সঙ্গে ডিএসইর টপটেন লুজার তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো- বিচ হ্যাচারি, সাভার রিফ্রেক্ট্ররিজ, ফাইন ফুডস, অ্যাক্টিভ ফাইন, গ্লোবাল হেভি কোম্পানি, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সিভিও পেট্রো কেমিক্যাল এবং ফার্স্ট ফাইন্যান্স।