সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিফোন অপারেটর রবি আজিয়াটায় ডোকোমোর ৬ দশমিক ৩ শতাংশ শেয়ার রয়েছে। এর পুরোটাই বিক্রি করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে ডকোমোর ছেড়ে দেওয়া সব শেয়ার কিনে নিচ্ছে কিনে নিচ্ছে ভারতের মোবাইল ফোন অপারেটর ভারতী এয়ারটেল।
এরই মধ্যে বিষয়টির জন্য অনুমোদন দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য সংস্থাটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ফাইল পাঠিয়েছে বলে জানা গেছে।
ডোকোমোর শেয়ার কিনে নেওয়ার ফলে রবিতে ভারতী এয়ারটেলের শেয়ার হবে ৩১ দশমিক ৩ শতাংশ। অবশিষ্ট ৬৮ দশমিক ৭০ শতাংশের মালিকানা থাকছে মালয়েশিয়ান কোম্পানি রবি আজিয়াটার হাতেই।
এনটিটি ডকোমো কেন রবিকে ছেড়ে যাচ্ছে, সে বিষয়ে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকেই আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের বাস্তবতার সঙ্গে ডকোমার ব্যবসায়িক পরিকল্পনা মিলছে না। কারণ বাংলাদেশে ঘন ঘন নীতিমালার পরিবর্তন ঘটছে।
আর নিয়ন্ত্রক সংস্থাও ব্যবসায় সহযোগিতার পরিবর্তে নানাভাবে বাধার সৃষ্টি করছে। এ ধরনের পরিবেশের সঙ্গে জাপানিরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না।