বায়ু দূষণের মধ্যে দীর্ঘ সময় দায়িত্ব পালনের কারণে আগে থেকে স্বাস্থ্যগত সমস্যায় ভোগাটাই ট্রাফিক পুলিশদের আক্রান্ত হওয়ার কারণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ঢাকায় এই পর্যন্ত যে ৫২ জন পুলিশ সদস্যের কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে, তাদের বড় অংশ ট্রাফিক পুলিশের কনস্টেবল।
সোমবার যে পুলিশ সদস্য কোয়ারেন্টিনে থাকা অবস্থায় মারা গেছেন, তিনিও ট্রাফিক পুলিশ সদস্য। তবে তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ‘নেগেটিভ’ আসায় ফের পরীক্ষা করা হচ্ছে।
চট্টগ্রাম নগরীতে চার পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারাও ট্রাফিক পুলিশ সদস্য।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান বলেন, আক্রান্তদের মধ্যে ট্রাফিক পুলিশ সদস্য বেশি, কারণ তাদের দীর্ঘ সময় ধুলোবালির মধ্যে রাস্তায় থাকতে হয়।
একই কথা বলেন ঢাকায় কর্মরত মহানগর ট্রাফিক বিভাগের (উত্তর) যুগ্ম কমিশনার আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, “ট্রাফিক পুলিশ সদস্যদের প্রতিদিন ধুলোবালি, যানবাহনের ধোঁয়া হজম করতে হয়। আর এ কারণে তাদের অধিকাংশের ফুসফুসের সমস্যা থাকে। শ্বাসকষ্টে ভোগেন।”