স্ট্যাবিলাইজেশন ফান্ডের সিওও মতিন পাটোয়ারী

স্ট্যাবিলাইজেশন ফান্ডের সিওও মতিন পাটোয়ারী
ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) পদে নিয়োগ পেয়েছেন ডিএসই’র সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আব্দুল মতিন পাটোয়ারী।

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও সিএমএসএ’র চেয়ারম্যান নজিবুর রহমান গণমাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিএমএসএফ’র বোর্ড অফ গভর্নরস (বিওজি) এর সিদ্ধান্ত এবং পরবর্তীতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আনুষ্ঠানিক অনুমোদনের ভিত্তিতে আব্দুল মতিন পাটোয়ারীর এ নিয়োগ অনুমোদিত হয়েছে। শনিবার (১ জানুয়ারি) থেকেই এ নিয়োগ কার্যকর হয়েছে বলেও তিনি জানান ৷

এর আগে আব্দুল মতিন পাটোয়ারী ডিএসইতে সিএফও হিসাবে যোগ দেন ২০১৫ সালের ৬ আগস্ট। পরে গত বছরের অক্টোবরে তিনি এ পদ থেকে পদত্যাগ করেন। আর পদত্যাগের তারিখ নির্ধারণ করেন ১ জানুয়ারি ২০২২।

উল্লেখ্য, পুঁজিবাজারের উন্নয়ন ও তারল্য সংকট দূর করতে বিনিয়োগকারীদের ডি‌ভিডেন্ড টাকা দিয়ে আইসি‌বির কাস্টোডি অ্যাকাউন্টের মাধ্যমে ফান্ড গঠন করা হয়। যার নাম সিএমএসএফ ফান্ড। বর্তমানে জমে থাকা ডিভিডেন্ডগুলো অর্থের পরিমাণ প্রায় ২২ হাজার কোটি টাকা। আর এ থেকে এখন পর্যন্ত ৫০০ কো‌টি টাকা জমা পড়েছে এ ফান্ডে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত