মোনার্ক মার্ট সবার আস্থা নিয়ে কাজ করবে

মোনার্ক মার্ট সবার আস্থা নিয়ে কাজ করবে
নতুন প্রজন্মের ই-কমার্স প্ল্যাটফর্ম মোনার্ক মার্ট সবার আস্থা নিয়ে কাজ করবে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় পরিদর্শনকালে এ মন্তব্য করেন ক্রিকেট তারকা সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় প্রতিষ্ঠানটির মতিঝিলস্থ সিটি সেন্টারে অবস্থিত প্রধান কার্যালয়ে আসেন এ তারকা পত্নী। মোনার্ক মার্টের মালিকানায় রয়েছে সাকিব আল হাসান।

শিশির বলেন, গ্রাহকের আস্থা অর্জনের বিষয়ে মোনার্ক মার্ট সর্বোচ্চ গুরুত্ব দিবে। সাকিব যেহেতু এখানে সম্পৃক্ত আছে অবশ্যই মোনার্ক মার্টে ভোক্তারা আস্থা রাখতে পারেন। এসময় মোনার্ক মার্টের পরিচালক ও মোনার্ক হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক কাজী সাদিয়া হাসান, মোনার্ক হোল্ডিংসের সিইও মো. আলমগীর হোসেন সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোনার্ক মার্টের চেয়ারম্যান হিসেবে রয়েছেন সাকিব আল হাসান।

[caption id="attachment_96797" align="alignnone" width="990"] ছবি: ফয়সাল ইব্রাহীম, অর্থসংবাদ[/caption]

এ ই-কমার্স প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করার অল্প সময়ে জনপ্রিয়তার শীর্ষ অবস্থানে উঠে আসার বিষয়ে তারা বলেন, অর্থ লোপাট আর পণ্য নিয়ে নয়-ছয়ের কারণে ই-কমার্সের প্রতি গ্রাহকের আস্থা তলানিতে নেমেছে। নতুন প্রজন্মের এই ই-কমার্স প্রতিষ্ঠানটি সেই আস্থা ফেরাতে সক্ষম হবে। ভোক্তাদের চাহিদা পূরণ করতে কিছু উদ্ভাবনী সেবা নিয়ে হাজির হয়েছে ‘মোনার্ক মার্ট’। যার ফলে গ্রাহকরা ঝামেলাহীনভাবে কেনাকাটা করতে পারবেন। যা দেশের ক্রমবর্ধমান ই-কমার্স ইন্ডাস্ট্রিতে মোনার্ক মার্টের যাত্রা এক নতুন মাত্রা যুক্ত করবে। যেখানে থাকবেনা গ্রাহকের কোন ভোগান্তি।

[caption id="attachment_96799" align="alignnone" width="987"] ছবি: ফয়সাল ইব্রাহীম, অর্থসংবাদ[/caption]

প্রতিষ্ঠানটি পক্ষ থেকে জানানো হয়, মোনার্ক মার্ট ক্রেতাদের সহজ ও ঝামেলাবিহীন অনলাইন কেনাকাটা এবং দ্রুততম সময়ে পণ্য ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছানো নিশ্চিত করবে নতুন এই ই-কমার্স প্রতিষ্ঠানটি। বিপুল পরিমাণ মানসম্মত পণ্যসম্ভার নিয়ে মোনার্ক মার্ট সেবা দেবে। যেখানে অটোমোবাইল, ইলেকট্রনিক্স, ফ্যাশন, স্বাস্থ্য এবং গৃহস্থালি পণ্য, সংগীত, বই, পোষা প্রাণী সরবরাহ, প্লেসেট, খেলাধুলা এবং বিদেশী পণ্যও বিক্রি করবে।

এদিকে এবারের বিপিএলে ফরচুন বরিশালের গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে মোনার্ক মার্ট। এর আগে ক্রিকেট মাঠের বাহিরে সাকিব আল হাসান একাধিক ব্যবসায় অভিষেক হয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার ই-কমার্স ব্যবসায় অভিষেক হতে যাচ্ছেন ক্রিকেট বিশ্বের পোস্টারবয় সাকিব।

ক্রেতাদের সহজ ও ঝামেলাবিহীন অনলাইন কেনাকাটা এবং দ্রুততম সময়ে পণ্য ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছানো নিশ্চিত করবে নতুন এই ই-কমার্স প্রতিষ্ঠানটি। বিপুল পরিমাণ মানসম্মত পণ্যসম্ভার নিয়ে মোনার্ক মার্ট সেবা দেবে প্রতিষ্ঠানটি।

এছাড়া সাকিব আল হাসান মোনার্ক হোল্ডিংসেরও চেয়ারম্যান হিসেবে রয়েছেন। গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) লেনদেন শুরু করেছে সাকিবের মোনার্ক হোল্ডিংস। তখন এবিষয়ে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, পরিকল্পনা আছে গ্রাহকদের আগ্রহের ওপর ভিত্তি করে দেশব্যাপী আমাদের কার্যক্রম ছড়িয়ে দেব। আশা করছি, শুরু থেকেই আমরা একটা ভালো লেনদেন নিয়ে ফিরতে পারবো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি