গত ১৬ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১১ টাকা, যা ১০ ফেব্রুয়ারি ৬৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধি হয়েছে ৪৯৫ শতাংশ। অন্যদিকে লেনদেন শুরুর পর প্রথমদিকে প্রতিদিন কোম্পানিটির লেনদেন হওয়া শেয়ারের পরিমাণ হাজারের ঘরে থাকলেও সর্বশেষ গত বৃহস্পতিবার ১৩ লাখ ২৭ হাজার ১৫৬টি শেয়ার লেনদেন হয়েছে।
ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪ কোটি ৩০ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে মুনাফা ছিল ২ কোটি ৭০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে ইউনিয়ন ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ১ কোটি ৬০ লাখ টাকার মতো বা ৫৯ দশমিক ১৬ শতাংশ। বর্তমানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা।
২০২১ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ১২ লাখ টাকার মতো। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে মুনাফা ছিল ৯৪ লাখ টাকা। উক্ত সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩২ পয়সা, আইপিও-পরবর্তী শেয়ার সংখ্যা বিবেচনায় যা ২৩ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে আইপিও-পূর্ববর্তী পরিশোধিত শেয়ার বিবেচনায় নিয়ে পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৮৭ পয়সায়। আইপিও-পরবর্তী পরিশোধিত শেয়ার বিবেচনায় যা দাঁড়িয়েছে ১৫ টাকা ৩২ পয়সায়।