বিনিয়োগকারীদের অনাগ্রহে কমল সূচক

বিনিয়োগকারীদের অনাগ্রহে কমল সূচক
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের শেয়ারবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে এদিন প্রধান শেয়ারবাজারে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৪০ কোটি টাকা। সোমবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকই কমেছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ শেয়ারের প্রতিই আগ্রহ ছিল না বিনিয়োগকারীদের।

ডিএসই’র দেয়া তথ্যমতে, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ২৮ পয়েন্ট কমেছে। সূচকটি বর্তমানে ৭ হাজার ৬০ পয়েন্টে অবস্থান করছে।

বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই৩০’ আজ ৭ পয়েন্ট কমেছে। এছাড়াও শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসইএস’ কমেছে ৩ পয়েন্ট।

dse index

সূচকের পতনে সোমবার বড় অবদান ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটিবিসি) এবং লাফার্জ হোলসিমের। এ দুই কোম্পানির শেয়ারদর পতনের কারণে আজ ডিএসইর সূচক কমেছে ৫ দশমিক ৭৮ পয়েন্ট। এর মধ্যে বিএটিবিসির কারণে ৩ দশমিক ৫০ পয়েন্ট এবং লাফার্জ হোলসিমের কারণে ২ দশমিক ৭৮ পয়েন্ট কমেছে।

ইউনাইটেড পাওয়ার গ্রিড, ওয়ালটন হাই-টেক, তিতাস গ্যাস, পাওয়ার গ্রিড কোম্পানি, একমি ল্যাবরেটরিজ, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো এবং রিলায়েন্স ইন্স্যুরেন্সের কারণে সূচক হারিয়েছে আরও ১০ দশমিক ৬৬ পয়েন্ট।

এই দশ কোম্পানির কারণে সূচক কমেছে ১৬ দশমিক ৪৪ পয়েন্ট।

সূচকের বড় পতন ঠেকিয়েছে রেনেটা ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। এই দুই কোম্পানির কারণে সূচকে ৪ দশমিক ৯৩ পয়েন্ট যোগ হয়েছে।

এছাড়াও জেনেক্স ইনফোসিস, ফরচুন সুজ, তমিজউদ্দিন টেক্সটাইল, ম্যারিকো, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি, বিকন ফার্মা এবং ইউনিক হোটেলের শেয়ারদর বৃদ্ধিতে সূচক পেয়েছে আরও ৮ দশমিক ৪৭ পয়েন্ট।

এই দশ কোম্পানি মিলে সূচকে ১৩ দশমিক ৪০ পয়েন্ট যোগ করে সূচকের বড় পতন ঠেকিয়েছে।

সূচকের পতনের দিন প্রধান শেয়ারবাজারে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। আজ ডিএসইতে ১ হাজার ২৪১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল (রোববার) লেনদেন হয়েছিল ১ হাজার ২৭৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৮০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে মাত্র ৬৪টির, কমেছে ২৭২টির। বাকি ৪৪টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত রয়েছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে তমিজউদ্দিন টেক্সটাইল। কোম্পানিটির শেয়ারদর আজ ৮ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে।

জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ারদর আজ ৭ দশমিক ২০ শতাংশ বেড়েছে। কোম্পানিটি আজ ডিএসইর টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে।



তালিকার তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আজ ৬ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে।

এছাড়াও ফরচুন সুজ, আরডি ফুড, রহিমা ফুড,ন্যাশনাল ব্যাংক, সালভো কেমিক্যাল, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট এবং কাট্টালি টেক্সটাইল আজ ডিএসইর টপটেন গেইনার তালিকায় স্থান পেয়েছে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার আজ সবচেয়ে বেশি ৬ দশমিক ০৫ শতাংশ দর হারিয়েছে। ফলে কোম্পানিটি আজ ডিএসইর টপটেন লুজার তালিকায় স্থান পেয়েছে।

ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের শেয়ারদর সোমবার ৫ দশমিক ৯০ শতাংশ কমেছে। কোম্পানিটি আজ ডিএসইর লুজার তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

লুজার তালিকার তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আজ ৫ দশমিক ৬৫ শতাংশ কমেছে।

এছাড়াও ইয়াকিন পলিমার, ইউনিয়ন ইন্স্যুরেন্স, আরামিট সিমেন্ট, বিডি থাই ফুড, শমরিতা, জুট স্পিনিং মিল এবং গ্রিনডেল্টা লাইফ ইন্স্যুরেন্স আজ ডিএসইর টপটেন লুজার তালিকায় অবস্থান করছে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত