সূত্র মতে, আলোচিত সাবসিডিয়ারির পরিশোধিত মূলধন হবে ৯ লাখ সিঙ্গাপুরিয়ান ডলার, বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ কোটি ৭৫ লাখ টাকা।
আলোচিত সাবসিডিয়ারি কোম্পানি কার্যক্রম শুরু করলে সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসীরা সহজে তার মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবেন। এতে ব্যাংকটির বৈদেশিক মুদ্রার প্রবাহ জোরালো হবে।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে সাবসিডিয়ারি কোম্পানি গঠন করার এই সিদ্ধান্ত কার্যকর হবে।