ইউক্রেন উত্তেজনা নিরসনে এক শীর্ষ সম্মেলনে বসতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই দুই নেতার সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে আলাপ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এরপরই বিবৃতিতে সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ম্যাক্রোঁর কার্যালয় এলিসি প্রাসাদ।
বিবৃতিতে এলিসি প্রাসাদ জানিয়েছে, ম্যাক্রোঁ দুই দেশের রাষ্ট্র প্রধানদের সঙ্গে ইউরোপের নিরাপত্তা এবং কৌশলগত স্থিতিশীলতা নিয়ে ফোনালাপ করেন। প্রেসিডেন্ট বাইডেন ও পুতিন দুজনেই একটি শীর্ষ সম্মেলনে বসতে রাজি হয়েছেন। তবে রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ করে এমন বৈঠকে বসা অসম্ভব বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু মাত্র হামলা না করলেই আলোচনা সম্ভব।
এনিয়ে হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বিবৃতিতে জানান, হামলা না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের উপর প্রতিশ্রুতিবদ্ধ। প্রেসিডেন্ট বাইডেন বৈঠকে সম্মত হয়েছেন শুধু মাত্র হামলা না করার শর্তে। সাকি আরও যোগ করেন, রাশিয়া যদি যুদ্ধ বেছে নেয়, তবে আমরা দ্রুত এবং গুরুতর নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত। এখনও যা মনে হচ্ছে, রাশিয়া ইউক্রেনে পুরোদমে হামলা করতে প্রস্তুত।
বৈঠকের দিনক্ষণ ঠিক না হলেও এ বিষয়ে কাজ করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।