‘বিনিয়োগকারীদের জন্য ক্ষতিকর কোন সিদ্ধান্ত বর্তমান কমিশন নিবে না’

‘বিনিয়োগকারীদের জন্য ক্ষতিকর কোন সিদ্ধান্ত বর্তমান কমিশন নিবে না’
বিনিয়োগকারীদের স্বার্থ দেখার জন্য বর্তমান কমিশন সর্বাত্মক সচেষ্ট রয়েছে। বিনিয়োগকারীদের জন্য ক্ষতিকর কোন সিদ্ধান্ত বর্তমান কমিশন নিবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল পূর্বাণীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটি মার্কেটের (বিএএসএম) যৌথ উদ্যোগে আয়োজিত ‘পুঁজিবাজারে মুদ্রানীতি ও রাজস্ব নীতির প্রভাব’ শীর্ষক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসির এ কমিশনার এসব কথা বলেন।

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, অপ্রোয়জনীয় ও অমূলক তথ্যে বিশ্বাস করবেন না। এটা বিশ্বাস করে যেন বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সজাগ থাকার জন্য বিনিয়োগকারীদের পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, গত দুইদিনে সূচকের ২৭২ পয়েন্ট পতন হয়েছে, এটা ঠিক তবে এর কারণ হিসেবে সংবাদ মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপট এবং নেগেটিভ ইক্যুইটি কে দায়ী করা হয়েছে যা সঠিক নয়।

এছাড়াও তিনি বলেন, দেশের অর্থনিতীতে ব্যাংকিং সেক্টরের ভূমিকা অনস্বীকার্য তবে ব্যাংকিং সেক্টর যে যায়গাটিতে ভূমিকা রাখার কথা সেই যায়গাটিতেই যদি রাখে তাহলে পুঁজিবাজার সহ সার্বিক অর্থনীতি লাভবান হবে। তবে খেলাপি ঋণ কমানো সহ আরও অনেক বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নজর দেয়া দরকার। সে যায়গায় তারা তা করতে পারছে কিনা সে বিষয়ে প্রশ্ন রয়েছে।

এসময় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

এছাড়াও প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবু আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান, বিএসইসির সাবেক কমিশনার আরিফ খান, সিরডাপ এর পরিচালক (গবেষণা) মোহাম্মাদ হেলাল উদ্দিন, বাংলাদেশ ইন্সটিটিউট অফ ব্যাংকি ম্যানেজমেন্টের (বিআইবিএম) এর অধ্যাপক শাহ মো. আহসান হাবীব এবং সিএমজেএফ সভাপতি জিয়াউর রহমান।

উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিএএসএমের মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত