প্রযুক্তির এই যুগে স্মার্টফোন হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ডিভাইস। যা একসময় কেবলই যোগাযোগের উদ্দেশ্যে ব্যবহার করা হতো, তা এখন আমাদের নিত্যসঙ্গীতে পরিণত হয়েছে। অগমেন্টেড রিয়েলিটি (এআর), ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে প্রাযুক্তিক উদ্ভাবন ধারাবাহিকভাবে মোবাইলের ব্যবহারে আনছে নানাবিধ পরিবর্তন। এটি একইসাথে দ্রুতগতিসম্পন্ন এবং ইন্টারকানেক্টেড এমন একটি যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করেছে, যার মাধ্যমে মানুষ এখন মুহূর্তের মধ্যে তার পরিবার এবং প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারছে।
স্মার্টফোন নির্মাতারা ডিভাইসে উদ্ভাবনী ফিচার যুক্ত করতে সাহায্য নিচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির। উদাহরণস্বরূপ, সম্প্রতি, স্যামসাং নিয়ে এসেছে এর গ্যালাক্সি এস২২ সিরিজের সর্বশেষ সংস্করণ - স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা। ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ক্ষেত্রে স্যামসাং সবসময়ই গ্রাহকদের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড।
প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়েডপ্রেমীদের জন্য উদ্ভাবনী প্রযুক্তির সাথে শীর্ষমানের ফিচার ও স্পেসিফিকেশন নিয়ে আসে। বাজারে উন্মোচিত নতুন এই ফোনটির মাধ্যমে প্রচলিত ধারার স্মার্টফোনের সকল বাঁধ ভেঙেছে স্যামসাং। উন্নতমানের ক্যামেরা, প্রাণবন্ত ছবি ও ভিডিও, দুর্দান্ত গতির ৪ ন্যানোমিটার প্রসেসর ও এস-পেন গ্যালাক্সি এস২২ আল্ট্রাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। যারা গতানুগতিক জীবনধারার বাইরে ভিন্ন কিছু চান, তাদের জন্য দেশের কারখানাতেই অত্যন্ত দক্ষতার সাথে এই নতুন ডিভাইসটি তৈরি করা হয়েছে।
গ্যালাক্সি এস২২ আল্ট্রার যে দিকটি প্রথমেই ব্যবহারকারীদের নজর কাড়বে তা হচ্ছে এর ফ্যাশনেবল ডিজাইন। স্লিম গড়নের আকর্ষণীয় ফ্রেমযুক্ত ডিভাইসটির নিখুঁত ডিজাইন চাইলেও উপেক্ষা করা সম্ভব নয়। আপনি যদি ফ্যাশনসচেতন হয়ে থাকেন এবং ফোনকে আপনার ফ্যাশনের অংশ বলে মনে করেন, এই ডিভাইসটি নিশ্চিতভাবে আপনাকে মুগ্ধ করবে। স্যামসাং গ্যালাক্সি নোট ও গ্যালাক্সি এস২২ সিরিজের বিভিন্ন ফিচারের সমন্বয়ে তৈরি গ্যালাক্সি এস২২ আল্ট্রাতে ৬.৮ ইঞ্চির কিউএইচডি+ ডায়নামিক অ্যামোলেড ২ঢ ডিসপ্লে রয়েছে। সুবিশাল ডিসপ্লে থাকায় স্ক্রিনে একসাথে আরও বেশি কনটেন্ট দেখা যায় এবং স্বাচ্ছন্দ্যে এসব কনটেন্ট উপভোগ করা যায়।
শক্তিশালী গ্যালাক্সি এস২২ আল্ট্রাতে রয়েছে দ্রুতগতির স্ন্যাপড্রাগন ৮ জেন ১ (৪ ন্যানোমিটার) প্রসেসর, যা ফোন ব্যবহারের প্রায় প্রতি ক্ষেত্রেই বিশ্বমানের সুবিধা প্রদান করে। ৪ ন্যানোমিটারের চিপসেট এখন পর্যন্ত গ্যালাক্সি সিরিজের সবচেয়ে দ্রুতগতির চিপ এবং স্মার্টফোনের প্রযুক্তিতে এটি অন্যতম বিশাল অগ্রগতি। এর ফলে, ব্যবহারকারীরা রাতে অসাধারণ ছবি তুলতে পারবেন, দিন-রাত যেকোনো সময় ঝকঝকে ছবি তোলা সম্ভব হবে এবং এটি মোবাইল ও গেমিংয়ে ঝামেলাহীন অভিজ্ঞতা দিবে।
গ্যালাক্সি এস২২ আল্ট্রাতে রয়েছে একটি চমৎকার ক্যামেরা সেট-আপ, যাতে আছে ১২ মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা, ১০৮ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, ১০ মেগাপিক্সেলের দুটি টেলিফটো ক্যামেরা এবং ৪০ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। উজ্জ্বল লেন্স রিংয়ের মাঝে ডিভাইসটির লিনিয়ার ক্যামেরা, ফোনের পেছনে ক্যামেরা আইল্যান্ডে ভাসছে বলে মনে হয়।
প্রো-গ্রেড ক্যামেরার হার্ডওয়্যার এবং সফটওয়্যারে নতুনত্ব আনার মাধ্যমে স্যামসাং এর অন্যতম চমকপ্রদ উদ্ভাবন ‘নাইটগ্রাফি’ চালু করেছে। অটো ফ্রেমরেট আলোর পরিমাণ বুঝে স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে ভালো এফপিএস প্রদান করে। ৪ ন্যানোমিটার প্রসেসরের সাথে সুপার নাইট সল্যুশন প্রত্যেক ফ্রেমের নয়েজ দূর করে এবং এর ফলে আপনি নিখুঁতভাবে সূর্যদয় থেকে সূর্যাস্ত ফোনে ধারণ করতে পারবেন। পরিস্থিতি আর চারপাশের আলোর অবস্থা যেমনই হোক না কেনো, যারা ছবি তুলতে পছন্দ করেন তারা এই লেন্সগুলোর সাহায্যে ঝকঝকে ও প্রাণবন্ত ছবি তুলতে পারবেন।
প্রথমবারের মতো, স্যামসাং গ্যালাক্সি এস স্মার্টফোনে বিল্ট-ইন এস পেন নিয়ে এসেছে। ফোনের নিচ থেকে বের করে এর সাহায্যে খুব সহজেই ফোনে লেখা, স্কেচ করা বা যেকোনো ফিচার নিয়ন্ত্রণ করা যায়। স্যামসাং নোটের উন্নত ল্যাটেন্সির জন্য প্রতিটি স্ট্রোক কাগজে লেখা কালির মতোই মনে হবে এবং এতে আপনি দ্রুত টুকে রাখা আপনার আইডিয়াকে সহজেই পাঠযোগ্য লেখায় রূপান্তর করতে পারবেন। এছাড়া, এতে রয়েছে শক্তিশালী ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, যার ফলে ব্যবহারকারীরা নির্বিঘেœ দীর্ঘক্ষণ গেম খেলতে পারবেন, যা পরবর্তীতে তাদের ফোনে অন্য কাজ করার ক্ষেত্রেও কোনো সমস্যা সৃষ্টি করবে না। দীর্ঘস্থায়ী ব্যাটারি থাকায়, উন্নত এআইয়ের মাধ্যমে যেভাবে ফোনটি প্রতিদিন ব্যবহার করা হয় তার ওপর ভিত্তি করে ডিভাইসটি নিজেকে খাপ খাইয়ে নেয়। ৪৫ ওয়াট ফাস্ট চার্জারের সাথে স্মার্টফোনটি সারাদিন চালানো যায়। এছাড়াও, গ্যালাক্সি এস২২ আল্ট্রাতে আইপি৬৮ গ্রেড প্রটেকশন ও আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এটি ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম’র একটিমাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়।
এই অসাধারণ ফিচারগুলো ছাড়াও, গ্যালাক্সি এস২২ আলট্রা বিশ্বের প্রথম স্মার্টফোন, যার ক্রিটিকাল কম্পোনেন্টগুলো সমুদ্রের বর্জ্য পদার্থ থেকে তৈরি।
ব্যতিক্রমী এই ফোনটি অধিক সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছে দিতে স্যামসাং বাংলাদেশ আকর্ষণীয় প্রি-অর্ডার ডিল প্রদান করছে। ১৫ হাজার টাকায় প্রি-বুকিংয়ের মাধ্যমে গ্যালাক্সি এস২২ আল্ট্রা’র ক্রেতারা ১০ হাজার টাকা ক্যাশব্যাক অথবা গ্যালাক্সি বাডস প্রো পাবেন। এর সাথে, নির্দিষ্ট ডিভাইস এক্সচেঞ্জে ১০ টাকা বোনাস ক্যাশব্যাকও উপভোগ করতে পারবেন। ওয়ান-টাইম স্ক্রিন রিপ্লেসমেন্টে স্যামসাং দিচ্ছে ৫০ শতাংশ ছাড় এবং শুধুমাত্র ৫ হাজার টাকা পরিশোধ করলে “গ্যালাক্সি অ্যাশিয়ুরড” থেকে ৫০ শতাংশ নিশ্চিত বাইব্যাক পাওয়া যাবে।
এছাড়াও, তুলনামূলক সাশ্রয়ী মূল্যে ফোনটি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে স্যামসাংয়ের রয়েছে বেশ কয়েকটি পেমেন্ট পার্টনার। ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস এবং আইপিডিসি’র গ্রাহকরা ইএমআই’তে ৭ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন এবং ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। পাশাপাশি, গ্রাহকরা সিটি অ্যামেক্স’র জন্য ৫ হাজার পর্যন্দ বোনাস এমআর পয়েন্ট এবং ১০ হাজার টাকা মূল্যের এমআর রিডেম্পশনের সুযোগ পাবেন। আইপিডিসি ইজেড’র সাথে ২৪ মাস পর্যন্ত কার্ডহীন ০ শতাংশ ইএমআই উপভোগ করা যাবে।