পুঁজিবাজারে তারল্য বাড়াতে কাজ করবে অ্যাসেট ম্যানেজম্যান্ট কোম্পানি

পুঁজিবাজারে তারল্য বাড়াতে কাজ করবে অ্যাসেট ম্যানেজম্যান্ট কোম্পানি
পুঁজিবাজারে তারল্য বৃদ্ধির জন্য ব্যাংকগুলোর পর এবার অ্যাসেট ম্যানেজম্যান্টগুলোর সাথে বৈঠক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১০ মার্চ) অ্যাসেট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠানগুলোর সাথে বিএসইস’র এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ডস (এএএমসিএমএফ) এর সভাপতি ড. হাসান ইমামের নেতৃত্বে তার সংগঠনের সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বৈঠক শেষে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, পুঁজিবাজার উন্নয়নে অ্যাসেট ম্যানেজম্যান্টগুলো কাজ করতে খুবই আগ্রহী। শেয়ারবাজার উন্নয়নে আর কোন জটিলতা নেই বলেও জানান তিনি ।বিএসইসি’র তিন প্রস্তাবের সাথে একমত পোষণ করেছে অ্যাসেট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠানগুলো। বিএসইসির তিন প্রস্তাবের মধ্যে রয়েছে, যে সকল মিউচ্যুয়াল ফান্ডের কাছে ফ্রি অর্থ পড়ে আছে, সেই অর্থ দিয়ে বাজারকে সাপোর্ট দেবে। বর্তমানে বাজারে অনেক শেয়ারের প্রাইস তলানিতে রয়েছে। যেগুলোতে বিনিয়োগ করলে সহজে লাভবান হওয়া যাবে, সেসব শেয়ারে তারা বিনিয়োগ করবে।

এছাড়া, অ্যাসেট ম্যানেজম্যান্টগুলোকে ব্যাংক, ইন্স্যুরেন্স এবং আর্থিক কোম্পানিগুলো টাকা দিতে আগ্রহী। সেজন্য ব্যাংক, ইন্স্যুরেন্স এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে তহবিল সংগ্রহ করার পরামর্শ দিয়েছে বিএসইসি।

এই তিন বিষয়ে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একমত হয়েছে বিএসইসি। প্রতিষ্ঠানগুলো আগামী সপ্তাহ থেকেই বাজারকে সাপোর্ট দিবে বলে বিএসইসিকে নিশ্চিত করেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত