আইপিএলে আজ ফিজ-তাসকিনের লড়াই দেখতে পারতো ক্রিকেটপ্রেমীরা

আইপিএলে আজ ফিজ-তাসকিনের লড়াই দেখতে পারতো ক্রিকেটপ্রেমীরা
আইপিএলের এবারের আসরে নিজের প্রথম ম্যাচেই বল হাতে ভেলকি দিয়েছেন বাংলাদেশ দলের বাঁহাতি তারকা পেসার মোস্তাফিজুর রহমান। নতুন দল দিল্লি ক্যাপিট্যালসের জার্সি গায়ে অভিষেক ম্যাচেই ৪ ওভারে মাত্র ২৩ রান খরচায় শিকার করেন ৪ উইকেট।

আজ (বৃহস্পতিবার) পরের ম্যাচে আইপিএলের নবাগত দল লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে মোস্তাফিজের দিল্লি। রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। আর এ ম্যাচটি হতে পারতো বাংলাদেশের মোস্তাফিজ ও তাসকিন আহমেদের লড়াই।

টুর্নামেন্ট শুরুর ঠিক আগে দিয়ে ইংলিশ পেসার মার্ক উডের বদলি খেলোয়াড় হিসেবে তাসকিনকে দলে ভেড়াতে চেয়েছিলো লখনৌ ফ্র্যাঞ্চাইজি। কিন্তু জাতীয় দলের ম্যাচ থাকায় তখন আইপিএলের প্রস্তাব নাকচ করে দেন ঢাকা এক্সপ্রেস। তাই অ্যান্ড্রু টাইকে স্কোয়াডে নিয়েছে লখনৌ।

তাসকিন না থাকলেও, আইপিএলে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের আলোচনার কেন্দ্রে রয়েছেন মোস্তাফিজ। আজ নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় ম্যাচে মাঠে নামবেন এ বাঁহাতি পেসার। আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করায় আজও দ্য ফিজের ওপর দলের প্রত্যাশা থাকবে বেশী।

এখন পর্যন্ত খেলা দুই ম্যাচে একটি করে জয়-পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলে তালিকার সাত নম্বরে রয়েছে ফিজের দিল্লি। অন্যদিকে নবাগত লখনৌ খেলেছে তিন ম্যাচ। যেখানে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের ৫ নম্বরে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়