ভোট আয়োজনে অস্বীকৃতি জানিয়েছেন স্পিকার

ভোট আয়োজনে অস্বীকৃতি জানিয়েছেন স্পিকার
পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে,  প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনে অস্বীকৃতি জানিয়েছেন স্পিকার আসাদ কায়সার।



গণমাধ্যমটি জানিয়েছে, বিরোধী দলের নেতা ও সদস্যদের কাছে স্পিকার বলেছেন, তিনি অনাস্থা ভোট আয়োজন করবেন না। যদিও এ ব্যাপারে কোনো অফিসিয়াল কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জিও নিউজ একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, স্পিকার বিরোধী দলের নেতাদের সঙ্গে জানিয়েছেন, ইমরান খানের সঙ্গে তার ৩০ বছরের সম্পর্ক রয়েছে, তার সঙ্গে ইমরান খানের সম্পর্ক খুব বন্ধুত্বপূর্ণ। ফলে তিনি অনাস্থা ভোট আয়োজন করতে দিতে পারবেন না।

এদিকে এর আগে ইফতার ও মাগরিবের নামাজের জন্য বিরতি দেওয়া হয়। পাকিস্তানের স্থানীয় সময় রাত ৮টায় আবার অধিবেশন শুরু হওয়ার কথা আছে।

জিও নিউজ জানিয়েছে, শনিবার মধ্যরাত পর্যন্ত অধিবেশন চলবে। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজন করা হবে কি না এ  নিয়ে তর্ক-বিতর্ক চলতে থাকবে।

পাকিস্তানের পিপলস পার্টির নেতা বিলওয়াল ভুট্টো জানিয়েছেন, স্পিকার ও প্রধানমন্ত্রীর মধ্যে যোগসাজশ রয়েছে। তারা ভোট আয়োজন করতে গড়িমসি করছে।

তিনি হুশিয়ারি দিয়েছেন, অনাস্থা ভোট না হওয়া পর্যন্ত জাতীয় পরিষদ ছেড়ে যাবেন না।

সূত্র: জিও নিউজ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া