ফিলিপাইনে বন্যা-ভূমিধসে নিহত ২৪

ফিলিপাইনে বন্যা-ভূমিধসে নিহত ২৪
ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেগি আঘাত হেনেছে। এতে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস ও বন্যায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ এজেন্সি জানায়, রোববার এই অঞ্চলে ঝড়ের আঘাতে ১৩ হাজারেরও বেশি মানুষ জরুরি আশ্রয়কেন্দ্রে পালিয়ে গেছে। রাস্তা ভেঙে পড়েছে, বাড়িঘর-খেত প্লাবিত এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

বেবে শহরের দুর্যোগ কর্মকর্তা রাইস অস্টেরো বার্তা সংস্থা এএফপিকে বলেন, ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় প্রদেশ লেইতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসে চারটি গ্রামে ২১ জন মারা গেছে।

জাতীয় দুর্যোগ এজেন্সি বলছে, প্রধান দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওতে আরও তিনজন নিহত হয়েছে।

ফেসবুকে পোস্ট করা এএফপি দ্বারা যাচাইকৃত ছবিগুলোতে দেখা গেছে, লেইতে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর মধ্যে একটি বুঙ্গা। সেখানে বাড়ির ছাদ পর্যন্ত মাটিতে চাপা পড়ে আছে।

সিন্দা হান্না কালা ভিটাংকোল এএফপিকে বলেন, গতকাল অত্যন্ত ভারী বৃষ্টি হয়েছে, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে তা বিরতিহীনভাবে চলে।

এদিকে, বন্যা কবলিত শহর আবুযোগের বাড়িঘর থেকে লোকজনকে উদ্ধার করেছে ফিলিপাইনের কোস্ট গার্ড ও পুলিশ সদস্যরা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া