নাইজে রিয়ায় বিস্ফোরণে নিহত ৩

নাইজে রিয়ায় বিস্ফোরণে নিহত ৩
নাইজেরিয়ায় একটি বারে বিস্ফোরণে তিনজন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ এপ্রিল) তারাবা রাজ্যের রাজধানী জালিঙ্গোর বাইরে আইওয়ার গ্রামে একটি গরুর বাজারের কাছে জনপ্রিয় একটি বারে বিস্ফোরণটি ঘটে। দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

তারাবা রাজ্য পুলিশের মুখপাত্র উসমান আব্দুল্লাহি জানিয়েছেন, বিস্ফোরণে তিনজন নিহত ও ১৯ জন গুরুতর আহত হয়েছেন।

কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি, তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

দেশটির বেশ কয়েকটি উত্তরাঞ্চলের রাজ্যের মধ্যে একটি অপরাধপ্রবণ রাজ্য হলো তারাবা। সেখানে প্রায়ই ঘটে ডাকাতির ঘটনা। অপরাধী চক্র গ্রামে হামলা চালিয়ে স্থানীয়দের হত্যা, অপহরণ ও মুক্তিপণ দাবি করে, এমনকি বাড়ি ঘরে লুটপাট চালায়।

এ হামলার জন্য দস্যুদের দায়ী করছেন স্থানীয়রা। তবে পুলিশ এখনো নিশ্চিত নয় কারা চালিয়েছে এ হামলা। কারণ তাদের তারা এ ধরনের ঘটনা ঘটানোর নজির খুব কম।

জঙ্গি সংগঠনগুলো গত ১২ বছর ধরে দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন বার, রেস্টুরেন্টে বিস্ফোরণ ঘটিয়ে আসছে। গত মাসেও বন্দুকধারীরা একটি ট্রেনে হামলা চালিয়ে আটজনকে হত্যা করে। পরে দেশটির কর্তৃপক্ষ জঙ্গি গোষ্ঠী ও দস্যুদের এ হামলার জন্য দায়ী করে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া