সাংবাদিকদের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানের জন্য চলমান আলোচনা সম্ভবত ব্যর্থ হবে। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করা ‘কুমিরের সঙ্গে দর-কষাকষির মতো’।
জনসন বলেন, ‘কীভাবে আপনি একটি কুমিরের সঙ্গে সমঝোতা করবেন, যখন আপনার একটি পা ইতিমধ্যে তার মুখে ঢুকে গেছে!’
ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, ইউক্রেনে অস্ত্র সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বনেতারা ফোনালাপ করবেন। গত ২৯ মার্চের পর ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সামনাসামনি কোনো শান্তি আলোচনা হয়নি।
গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া এবং তার দুই দিন পর, অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।