রাশিয়া ও ইউক্রেন যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

রাশিয়া ও ইউক্রেন যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস আগামী মঙ্গলবার (২৬ এপ্রিল) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো সফরে যাচ্ছেন। এ সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও বৈঠক করবেন তিনি। সেখান থেকে ইউক্রেনে গিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গুতেরেসের মুখপাত্র এরি কানেকো মস্কো সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। এই সফরে ইউক্রেন যুদ্ধ থামাতে করণীয় নিয়ে আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

জাতিসংঘের মহাসচিব রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে দুই দেশের মধ্যে সংলাপের ওপর গুরুত্ব দিয়ে আসছেন। রাশিয়ার সামরিক অভিযান জাতিসংঘের সনদ লঙ্ঘন করেছে বলেও মন্তব্য করেন তিনি। জাতিসংঘ মহাসচিবের এমন মন্তব্যের পর থেকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি পুতিন।

গুতেরেস যুদ্ধ বন্ধে সংলাপকে বরাবরই উৎসাহিত করে আসছেন। এর আগে তিনি পুতিন এবং জেলেনস্কির সঙ্গে তাদের নিজ নিজ দেশের রাজধানীতে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারেক জানান, যুদ্ধ আরও তীব্র রূপ নেয়ায় গুতেরেস ভ্লাদিমির পুতিন এবং জেলেনস্কির কাছে গত মঙ্গলবার চিঠি পাঠিয়ে উভয়ের সাথে বৈঠকের এ অনুরোধ জানান।

দুজারিক বলেন, ভয়ংকর এই দুঃসময়ে তিনি ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ নিয়ে আলোচনা করতে চান।

যুদ্ধ শুরুর পর জেলেনস্কির সাথে ২৬ মার্চ এই একবার মাত্র গুতেরেসের কথা হয়েছে। অন্যদিকে ইউক্রেনে হামলা জাতিসংঘ সনদের লংঘন গুতেরেসের এ মন্তব্যের পর থেকে পুতিনের সাথে তার আর কোন যোগাযোগ হয়নি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া