করোনা মোকাবিলায় চীনের পদক্ষেপ নিয়ে স্বাধীন তদন্তের চাপ বাড়তে থাকার প্রেক্ষিতে এই অবস্থান জানালো বেইজিং। ফ্রান্সের সংবাদমাধ্যম ফ্রান্স২৪ এখবর জানিয়েছে।
চীনা রাষ্ট্রদূত চেন জু দাবি করেছেন, মহামারিকে পরাস্ত করাই এখন তাদের অগ্রাধিকার। এরপরের করণীয় তালিকায় রয়েছে করোনাভাইরাস সংকটকে নিয়ে যুক্তরাষ্ট্রের অযৌক্তিক ও হাস্যকর রাজনীতিকরণ মোকাবিলা করা এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ভাইরাসের উৎস প্রাণি সম্পর্কে তদন্তে অংশগ্রহণের জন্য চীনের আমন্ত্রণের অপেক্ষায় রয়েছে দেশটি। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম ভাইরাসটি শনাক্ত হয়। পরে তা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩৭ লাখের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৬০২ জনের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আমন্ত্রণের অপেক্ষায় থাকার বিষয়ে চীনা রাষ্ট্রদূত বলেছেন, এই সময়ে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মহামারির বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার আগ পর্যন্ত তা মোকাবিলায় মনোযোগ ধরে রাখা। বিষয়টি এমন নয় যে, কোনও তদন্ত, অনুসন্ধান বা মূল্যায়নে আমাদের আপত্তি আছে।
তিনি আরও বলেন, কবে বা কীভাবে আমন্ত্রণ জানানো হবে তার জন্য সঠিক অগ্রাধিকার আমাদের নির্ধারণ করতে হবে। অন্যদিকে আমাদের উপযুক্ত পরিস্থিতি প্রয়োজন।