মোটা অঙ্কের জরিমানা গুনলেন ট্রাম্প

মোটা অঙ্কের জরিমানা গুনলেন ট্রাম্প
আদালত অবমাননা করায় শেষ পর্যন্ত মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। নিউইয়র্কের একটি আদালত শুক্রবার জানিয়েছে, কর ফাঁকির মামলায় তলব করা নথি জমা না দেওয়ায় ট্রাম্প ১ লাখ ১০ হাজার ডলার জরিমানা প্রদান করেছেন। খবর আলজাজিরার।

নিউইয়র্কের এটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানান, গত বৃহস্পতিবার আদালতে ওই জরিমানার টাকা জমা দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তবে, ট্রাম্প তাকে করা অর্থদণ্ডের মাত্র এক তৃতীয়াংশ জমা দিয়েছেন। এপ্রিলের শেষ সপ্তাহে নিউইয়র্কের রাজ্য আদালতের বিচারক আর্থার এনগোরোন ট্রাম্পের ওপর এ ব্যাপারে রুল জারি করেছিলেন।

এতে বলা হয়েছিল, কর ফাঁকির মামলায় তলব করা নথি জমা না দিলে ট্রাম্পকে প্রতিদিন ১০ হাজার মার্কিন ডলার করে জরিমানা গুনতে হবে। নথি জমা দেওয়ার নির্ধারিত তারিখ ছিল গত ৩ মার্চ, পরে আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে ৩১ মার্চ পর্যন্ত আরেক দফা সময় বাড়ানো হয়।

এর পরও তলব করা নথি জমা না দেওয়ায় এবং আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা না দেওয়ায় বিচারপতি অর্থার এনগোরোন গত ২৫ এপ্রিল ট্রাম্পকে জরিমানা করে এ রুল জারি করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া