চীনা পুঁজিবাজারে অবৈধ লেনদেন : নিয়ন্ত্রক সংস্থার উপপ্রধানের মৃত্যুদণ্ড

চীনা পুঁজিবাজারে অবৈধ লেনদেন : নিয়ন্ত্রক সংস্থার উপপ্রধানের মৃত্যুদণ্ড
ঘুষ নেয়া ও পুঁজিবাজারে অবৈধ লেনদেনের ঘটনায় চীনের দক্ষিণাঞ্চলীয় হেনান প্রদেশ ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা তং দাওচিকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

স্থানীয় সময় বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দাওচিকে দেয়া সাজা দুই বছর পর কার্যকর হবে।

সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়, চীনা কমিউনিস্ট পার্টির হেনান প্রদেশের সানিয়া শহরের সেক্রেটারি দাওচি ২০০৪ থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ে ২৭ কোটি ৪০ লাখ ইউয়ান ঘুষ নেন।

এতে আরও বলা হয়, চীনের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিএসআরসির ইস্যুয়েন্স বিভাগের উপপ্রধান থাকাকালে ২০০৬ থেকে ২০০৭ সময়ে পুঁজিবাজারে অবৈধ লেনদেনের মাধ্যমে ৩৩ লাখ ৮০ হাজার ইউয়ান আয় করেন দাওচি।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে আল অ্যারাবিয়ার প্রতিবেদনে জানানো হয়, চীনের সাবেক কর্মকর্তার সাজা দুই বছরের জন্য স্থগিতের অর্থ হলো অন্য কোনো অপরাধে দণ্ডিত না হলে দুই বছর পর তার সাজা কমে যাবজ্জীবন কারাদণ্ড বা নির্দিষ্ট কোনো মেয়াদের হতে পারে।

বিশ্বব্যাংক এবং যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণী গবেষণা প্রতিষ্ঠান র‌্যান্ড করপোরেশনে কাজ করার পর ২০০০ সালে সিএসআরসিতে যোগ দেন দাওচি।

চীনের পিকিং ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষে কানাডার কার্লটন ইউনিভার্সিটিতে জনপ্রশাসনে স্নাতকোত্তর করেন তিনি। যুক্তরাষ্ট্রের র‌্যান্ড গ্র্যাজুয়েট স্কুল থেকে পলিসি অ্যানালাইসিসের (নীতি বিশ্লেষণ) ওপর পিএইচডিও করেন তিনি।

চীনে সম্প্রতি বেশ কিছু দুর্নীতিবিরোধী প্রচারাভিযান চালিয়েছেন প্রেসিডেন্ট শি চিনপিং। এর অংশ হিসেবে আইনের আওতায় আনা হয়েছে বাঘা বাঘা সরকারি কর্মকর্তা, নিয়ন্ত্রক, ব্যাংকার ও বিভিন্ন কোম্পানির জ্যেষ্ঠ কর্মকর্তাদের।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া