কভিড-১৯-এর কারণে অনলাইনে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত ২০১৯ হিসাব বছরের আর্নিংস ডিসক্লোজারে এ তথ্য জানানো হয়েছে।
২০১৯ হিসাব বছরে ব্র্যাক ব্যাংকের সমন্বিত পরিচালন মুনাফা হয়েছে ৮৯৬ কোটি টাকা, যা এর আগের হিসাব বছরে ছিল ৯৩৯ কোটি টাকা। আর এ সময়ে এককভাবে ব্যাংকটির পরিচালন মুনাফা হয়েছে ৯৯৪ কোটি টাকা, যা আগের বছরে ছিল ৮৮২ কোটি টাকা।
২০১৯ হিসাব বছরে ব্যাংকটির মোট পরিচালন আয় আগের বছরের তুলনায় ১২ শতাংশ বেড়ে ২ হাজার ১৩৮ কোটি টাকায় দাঁড়িয়েছে।
পুঁজিবাজারে বিপর্যয়ের কারণে ব্যাংকটির আর্থিক ফলাফলে প্রভাব পড়েছে। ২০১৯ হিসাব বছরে ব্যাংকটির লেনদেন পোর্টফোলিও ২৮ কোটি টাকা কমেছে।
এর ফলে বাজারমূল্যের ভিত্তিতে ব্যাংকের ৫৩ কোটি টাকা লোকসান হয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির গ্রাহকের আমানত ভিত্তি বেড়েছে ২০ শতাংশ।
২০১৯ হিসাব বছরে ব্র্যাক ব্যাংকের নিট ইন্টারেস্ট মার্জিন দাঁড়িয়েছে ৫ দশমিক ৯ শতাংশে, যা এর আগের বছরে ছিল ৬ দশমিক ১ শতাংশ।
এদিকে ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি বিকাশের রাজস্ব আয় ২০১৯ হিসাব বছরে ১৪ শতাংশ বেড়েছে। এ সময়ে ফিনটেক প্রতিষ্ঠানটি প্রযুক্তিগত সম্পদ ও অবকাঠামোতে ২১৭ কোটি টাকা বিনিয়োগ করেছে।
২০১৯ হিসাব বছরে ব্র্যাক ব্যাংকের রিটার্ন অন ইকুইটি ১৬ দশমিক ৩ শতাংশ এবং রিটার্ন অন অ্যাসেট ১ দশমিক ৬৫ শতাংশে দাঁড়িয়েছে, যা দেশের ব্যাংকিং খাতের মধ্যে সর্বোচ্চ। আলোচ্য সময়ে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ কিছুটা বেড়ে ৪ শতাংশে দাঁড়িয়েছে, যা এর আগের বছরে ছিল ৩ দশমিক ১ শতাংশে।