পুনঃ অর্থায়ন তহবিল গঠনের ফলে দেশের প্রান্তিক উদ্যোক্তাদের কম সুদে ঋণ পাওয়ার সুযোগ তৈরি হলো। এখন ব্যাংকগুলো এ খাতে ঋণ বিতরণে এগিয়ে এলে এবং গ্রাহকেরা যোগ্য হলেই কম সুদের ঋণে চাঙা হবে দেশের ছোট ও মাঝারি শিল্প খাত।
তহবিল থেকে কম সুদে ঋণ নিতে হলে কোন খাতকে উচ্চ অগ্রাধিকার দিতে হবে, বাংলাদেশ ব্যাংক তার একটি তালিকাও তৈরি করে দিয়েছে। তালিকায় উচ্চ অগ্রাধিকার খাত হিসেবে রয়েছে কৃষি বা খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী শিল্প, তৈরি পোশাক, নিটওয়্যার, ডিজাইন ও সাজসজ্জা, আইসিটি, চামড়া ও চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, পাট ও পাটজাত শিল্প।
আর অগ্রাধিকার খাত হিসেবে রয়েছে প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক শিল্প, পর্যটনশিল্প, হোম টেক্সটাইল, নবায়নযোগ্য জ্বালানি, অটোমোবাইল প্রস্তুত ও মেরামতশিল্প, তাঁত, হস্ত ও কারুশিল্প, বিদ্যুৎ–সাশ্রয়ী যন্ত্রপাতি, জুয়েলারিশিল্প, খেলনাশিল্প, প্রসাধনী ও টয়লেট্রিজ, আগরশিল্প, আসবাব, মোবাইল–কম্পিউটার–টেলিভিশন মেরামতকারী প্রতিষ্ঠান।
কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী, যেসব ব্যাংকের খেলাপি ঋণ ১০ শতাংশের বেশি, তারা এই তহবিল থেকে টাকা নিতে পারবে না। ঋণ দিতে উচ্চ অগ্রাধিকার ও অগ্রাধিকার খাতের পাশাপাশি নারী উদ্যোক্তা, বিশেষ চাহিদাসম্পন্ন উদ্যোক্তা, দুর্যোগে আক্রান্ত ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের প্রাধান্য দিতে বলা হয়েছে।