প্রবাসীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা আরও সহজ করলো কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা আরও সহজ করলো কেন্দ্রীয় ব্যাংক
দেশের বাণিজ্যিক ব্যাংকে প্রবাসীদের হিসাব (অ্যাকাউন্ট) খুলতে আগে দূতাবাসের দলিলাদি বা সত্যায়নের বিভিন্ন কাগজপত্রের প্রয়োজন হতো। তবে এখন থেকে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে প্রবাসীদের দূতাবাসের সত্যায়নের কোনো কাগজপত্র লাগবে না। ফলে প্রবাসীদের ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়া আরও সহজ হলো।

বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাটি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

বিএফআইইউ’র নির্দেশনায় বলা হয়, দেশের বাইরে অবস্থানরত প্রবাসীদের হিসাব (অ্যাকাউন্ট) খোলার ক্ষেত্রে তফসিলি ব্যাংকে অন্যান্য বিষয়ের সঙ্গে দলিলাদি বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়নের শর্ত দেওয়া হয়ে, যা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কোন নির্দেশনায় উল্লেখ নেই ।

এখন এমআরপি পাসপোর্ট ও ই-পাসপোর্ট নির্দিষ্ট তথ্য যাচাই প্রক্রিয়ায় ইস্যু করা হয়। তাই বিদেশে অবস্থানরত প্রবাসীদের হিসাব খোলার ক্ষেত্রে তফসিলি ব্যাংক সংশ্লিষ্ট দূতাবাস থেকে সত্যায়নের প্রয়োজন নেই। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ মারা গেছেন
ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
ব্যাংকে চাকরির আবেদনের বয়সসীমা শিথিল
মাসিক সঞ্চয় হিসাব খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে
ফের এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন
অফিসার পদে ৭৮৭ জনকে নিয়োগ দেবে সরকারি ৫ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালক হলেন যারা